রবিবারের আড্ডা
রবিবারের আড্ডা চিহ্নের প্রাণ। শুরুর বছর থেকে আজ অব্দি। আমরা একে বলি ‘মগজের কারফিউ ভাঙা’। একাধিক প্রজন্মের কাছে ‘মগজের পুষ্টি’ও বটে। ঘড়ি ধরে প্রতি রবিবার বিকেল পাঁচটায় চিহ্নকর্মীরা জমায়েত হন শহীদুল্লাহ্ কলাভবনের ১৩০ নম্বর কক্ষে। নইলে আমতলার লোরকাচত্বরে। আড্ডার বিষয় পূর্বেই জানিয়ে দেয়া থাকে। চিহ্নের নোটিশবোর্ডে ও ওয়েবে। সাহিত্য, সমাজ, রাজনীতি, দর্শন, চলচ্চিত্র, চিত্রকলা : যাপিত জীবনের তাবৎ অনুষঙ্গই হাজির সে তালিকায়। আবার কখনো যুক্তি-তক্কো-গপ্পো জমে ওঠে নির্দিষ্ট বিষয় ছাড়াই। বলা ও দেখার বহুমাত্রিক বিভঙ্গে, স্বাধীনতায় আমরা ঝালিয়ে নিই, যাচাই করি নিজেদের। চিহ্নপ্রধান আড্ডার সমাপ্তি টানেন তাঁর পরিণত মন্তব্য দিয়ে। দু’দশক ধরে রবিবারের আড্ডা কেবল চিহ্নকর্মীদের জন্যই নয়, যেকোন চিন্তাশীল মানুষের জন্যই ভাব-ভাবনা বিনিময়ের এক অবারিত-মঞ্চ। আমাদের আমন্ত্রণে কিংবা স্ব-তাগিদে বহু বিশিষ্টজনও উপস্থিত থাকেন এই আড্ডায়।
রবিবারের আড্ডা (২১/০৮/২০২২ থেকে ২৭/১১/২০২২)
রবিবারের আড্ডা (১৬/০১/২০২২ থেকে ১০/০৪/২০২২)
